মেডিকেল  প্রশ্ন সমাধান ২০১৭

মেডিকেল প্রশ্ন সমাধান ২০১৭

০১ ) সর্বাপেক্ষা স্থিতিস্থাপক বস্তু কোনটি ? ➫ কোয়ার্টজ ।

০২ ) জাতীয় ঔষধ নীতির মূল উদ্দেশ্য হলো : ➫ অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রসস্তুত বন্ধ করা ।

০৩ ) উদ্ভিদের পুষ্টির জন্য মাইক্রো মৌল কোনটি ? ➫ কপার ।

০৪ ) নিচের কোনটি অধিক শক্তিশালী ক্ষার ? ➫ NaOH .

০৫ ) পরাগরেণুর বাইরের পুরু , শক্ত ও কিউটিনযুক্ত ত্বককে কি বলে ? ➫ এক্সাইন ।

০৬ ) মহাকাশে এক সেকেন্ডে দোলকের কম্পাঙ্ক কত ? ➫ 0 Hz .

০৭ ) Fill in the blank with an appropriate preposition : ' He came ______ a good family . ' ➫ of .

০৮ ) নিচের কোনটি সেক্সলিংকড ডিসঅর্ডার নয় ? ➫ থ্যালাসেমিয়া ।

০৯ ) নিচের কোন দ্রব্যটি , pH = 7.4 দ্রবণে যোগ করলে এর pH মান কমবে ? ➫ CH3COOH .

১০ ) নিচের কোনটি মানুষের প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা নয় ? ➫ ইন্টারফেরন ।

১১ ) শ্রেণী কক্ষের শব্দের তীব্রতার লেভেল কত ? ➫ 50dB .

১২ ) ‘ তুমি কি আজ রাতে আসবে ?’ - বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি ? ➫ Will you come tonight ?

১৩ ) প্রথম টেষ্টটিউব বেবির নাম কি ? ➫ লুইস ব্রাউন ।

১৪ ) নিউট্রন তারকা সংকুচিত হয়ে কী অবস্থা লাভ করে ? ➫ কৃষ্ণ গহ্বর ।

১৫ ) ‘ ডাক্তার ডাক ।’ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে - ➫ Call in a doctor .

১৬ ) মানবদেহের করোটিকাতে কতগুলো অস্থি আছে ? ➫ ৮ টি ।

১৭ ) ডিনামাইট তৈরির ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহৃত হয় ? ➫ C3H5N3O9 .

১৮ ) Hearing the noise , the boy woke up . Here the word ' hearing ' is a/an - ➫ participle .

১৯ ) হেনলির লুপের অবস্থান বৃক্কের কোথায় ? ➫ বৃক্কীয় নালিকায় ।

২০ ) স্টোরেজ ব্যাটারীর মাধ্যমে নিচের কোন ভারী ধাতুটি খাদ্য - শৃঙ্খলে প্রবেবশ করে ? ➫ Pb .

২১ ) All spoke in his favour. Here the word ' All ' is a/an - ➫ pronoun.

২২ ) মারসুপিয়াল স্তন্যপ্রায়ী প্রাণী কোন মহাদেশে পাওয়া যায় ? ➫ এশিয়া ।

২৩ ) চামড়া ট্যানিং এ ব্যবহৃত হয় কোনটি ? ➫ Cr2( So4)3

২৪ ) বাংলাদেশ ‘ ঢাকা টেস্ট ২০১৭ ’ - এ অস্টেলিয়াকে কত ব্যবধানে পরাজিত করে ? ➫ ২০ রানে ।

২৫ ) ‘ বিস্কুট ফায়ারিং ’ প্রক্রিয়া কোনটির উৎপাদনের সাথে জড়িত ? ➫ সিরামিক ।

২৬ ) চোখের স্কেলেরার রঙ কী ? ➫ সাদা ।

২৭ ) উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে সর্ববৃহৎ অঙ্গাণুটির ননাম কি ? ➫ Chloroplast .

২৮ ) ল্যাবরেটরিতে কখন নিরাপত্তা চশমা ব্যবহার করা আবশ্যক ? ➫ রাসায়নিক পদার্থ উদ্ভায়ী হলে

২৯ ) 1 মাইল ও 1 কিলোমিটার দূরত্বের মধ্যে পার্থক্য মিটারে কত ? ➫ 609 m .

৩০ ) Choose the correct sentence : ➫ All that glitters is not gold .

৩১ ) অধিবর্ষ ( Leap year ) ব্যতিত বাংলা বর্ষপঞ্জিতে ৩১ ‍দিনের মাস কয়টি ? ➫ ৫ টি ।

৩২ ) হৃদ-ফুসফুস যন্ত্র ( Heart - Lung machine ) কোন কাজে ব্যবহৃত হয় ? ➫ হৃদপিন্ডের বাইপাস সার্জারিতে ।

৩৩ ) “ জেনেটিকক্যালী নিয়ন্ত্রিত ” কোষমৃত্যুকে কী বলে ? ➫ Apoptosis .

৩৪ ) ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় নিচের কোন মৌলটি ? ➫ Cr .

৩৫ ) নিচের কোন ভেক্টরের দিক নিদর্দিষ্ট নয় ? ➫ শূন্য ভেক্টর ।

৩৬ ) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত নারীদ্বয়ের নাম কি ? ➫ তারামন বিবি ও সিতারা বেগম ।

৩৭ ) An antonym for ' Smart ' is - ➫ Stupid .

৩৮ ) নিচের কোনটি মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড নয় ? ➫ গ্লাইসিন ।

৩৯ ) পর্যায় সারণীতে d ব্লকের মৌল সংখ্যা কতটি ? ➫ 41 টি ।

৪০ ) যে সমস্ত পরমাণুর ভরসংখ্যা বা পারমানবিক ওজন একই কিন্তু পারমানবিক সংখ্যা ভিন্ন , তাদেরকে বলে - ➫ আইসোবার ।

৪১ ) Antonym of ' Modern ' is - ➫ Ancient .

৪২ ) সাফেকটেন্ট কোথায় পাওয়া যায় ? ➫ অ্যালভিওলাস ।

৪৩ ) সূর্য প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি বিকিরণ করে ? ➫ 4 × 10 26 .

৪৪ ) দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে , তা থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন যে এক প্রকার বিকিরণ উৎপন্ন হয় , সেটি নিচের কোনটি ? ➫ এক্স রশ্মি ।

৪৫ ) বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ কোনটি ? ➫ চীন ।

৪৬ ) নিচের কোনটি দ্বিঅরীয় প্রতিসাম্য প্রাণীর উদাহরণ ? ➫ টিনোফেরা ।

৪৭ ) Water gas এর অপর নাম কী ? ➫ Blue gas .

৪৮ ) ' A Brief History of Time ' গ্রন্থটির লেখক কে ? ➫ স্টিফেন হকিন্স ।

৪৯ ) ‘ কাজটি আমি অবশ্যই করিয়ে নেবো । ’ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি ? ➫ I must have the work done .

৫০ ) VGF stands for ? ➫ Vulnerable Group Feeding .

৫১ ) ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্রের অংশ নয় কোনটি ? ➫ সম্মুখ বাহিকা ।

৫২ ) CH4 + H2O ____CO + 3H2 বিক্রিয়ার কোন প্রভাবকটি ব্যবহৃত হয়েছে ? ➫ Ni .

৫৩ ) মানবদেহে ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি ? ➫ প্যারাথাইরয়েড ।

৫৪ ) কোন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হবে ? ➫ -273° C .

৫৫ ) Which one is the correct active sentence of the passive form - ' English is spoken all over the world .' ➫ People speak English all over the world .

৫৬ ) পূর্ণ সংবেদী স্নায়ু নয় কোনটি ? ➫ ফেসিয়াল স্নায়ু ।

৫৭ ) বেবি পাউডার এন্টিসেপ্টিক হিসাবে ব্যবহৃত হয় কোনটি ? ➫ বোরিক এসিড ।

৫৮ ) পৃথিবীর বিভব কত ধরা হয় ? ➫ 0 V .

৫৯ ) ‘ হে বঙ্গ , ভান্ডারে তব বিবিধ রতন ; ---- পর-ধন-লোভে মত্ত , করিনু ভ্রমণ পরদেশে , ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরি । ’ - এই কবিতাংশের লেখক কে ? ➫ মাইকেল মধুসূধন দত্ত ।

৬০ ) নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয় ? ➫ বীজ ।

৬১ ) কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক ? ➫ সাধারণ লবণ ।

৬২ ) নিচের কোন যন্ত্রের সাহায্যে ছোটমানের রোধ ও বিদ্যুচ্চালক শক্তি নির্ণয় করা যায় ? ➫ পোটেনশিওমিটার ।

৬৩ ) Which one is the correct sentence given below ? ➫ You , he and I went there .

৬৪ ) কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয় ? ➫ ডিএনএ রিকম্বিনেন্ট ।

৬৫ ) একটি বস্তু স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা করে 5 second এ 187.5 m পথ অতিক্রম করল , বস্তুটির ত্বরণ কত ? ➫ 15 ms-2.

৬৬ ) ' তার পেশা কী ? ' এ বাক্যটির ইংরেজি অনুবাদ হবে - ➫ What is he ?

৬৭ ) বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন ? ➫ মহামান্য রাষ্ট্রপতি ।

৬৮ ) নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয় ? ➫ টাইফয়েড জ্বর ।

৬৯ ) নিচের কোন আয়নটি রঙ্গিনযৌগ গঠন করে ? ➫ Ni2+.

৭০ ) ভরবেগের মাত্রাসমীকরণ কোনটি ? ➫ [ MLT-1 ] .

৭১ ) Synonyms for ' Courteous ' is - ➫ Polite .

৭২ ) নিচের কোন ব্যাবটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচে ? ➫ Clostridium .

৭৩ ) 50 kg ভরের একটি বস্তুর ভরবেগ 50kgms-1 হলে এর গতিশক্তি কত হবে ? ➫ 25 J .

৭৪ ) অগ্নিশৈবাল ( Fire Algae ) নামে পরিচিত নিচের কোনটি ? ➫ Pyrrhophyta .

৭৫ ) পৃথিবীর কোন অক্ষাংশের অভিকর্ষজ ত্বরণের মানকে আদর্শমান ধরা হয় ? ➫ 45° অক্ষাংশে ।

৭৬ ) কোনটি সাইকাস ( Cycas ) উদ্ভিদের বৈশিষ্ট্য ? ➫ পক্ষল যৌগিকপত্র বিশিষ্ট ।

৭৭ ) নিচের কোনটির জারণ ক্ষমতা সবচেয়ে বেশি ? ➫ F2.

৭৮ ) নিচের কোন বাক্যটি সঠিক ? ➫ বেরীর উদাহরণ হলো টমেটো ।

৭৯ ) নিচের কোনটি কাঁচের রাসায়নিক উপাদান - ➫ সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট ।

৮০ ) মানবদেহের ভারসাম্য নিচের কোনটি রক্ষা করে ? ➫ অন্তঃকর্ণ ।

৮১ ) ‘ ভাবছি আমি যদি রাজা হতাম !’ - বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি ? ➫ I wish I were a king !

৮২ ) সাধারণ হাড়ভাঙ্গার অপর নাম কী ? ➫ বন্ধ হাড়ভাঙ্গা ।

৮৩ ) কাঁচা চামড়া কিউরিং করার জন্য ‍নিচের কোন রাসায়নিক বস্তুটি ব্যবহৃত হয় ? ➫ NaCl .

৮৪ ) ক্যালোমেল তড়িৎদ্বারে কোনটি ব্যবহৃত হয় ? ➫ Hg2Cl2.

৮৫ ) ' The convict appeared _____ the court .' Fill in the blank with appropriate preposition given below . ➫ before .

৮৬ ) বর্তমান বিশ্বে বসবাস উপযোগী শ্রেষ্ঠ শহর কোনটি ? ➫ মেলবোর্ন ।

৮৭ ) নিচের কোনটি জারক ও বিজারক উভয় রুপে কাজ করে ? ➫ H2O2.

৮৮ ) দুধ হচ্ছে এক প্রকার - ➫ ইমালসন ।

৮৯ ) এসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি ? ➫ SO2.

৯০ ) হাইড্রার খাদ্য কোনটি ? ➫ ছোট ঘাস ।

৯১ ) অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা যায় ? ➫ গ্লিসারিন ।

৯২ ) ঢাকার ( ভূ-চুম্বকত্বের ) বিচ্যুতি কোণ কত ? ➫ 1 / 2 ° E.

৯৩ ) ‘ সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে ’ - গানের ককন্ঠশিল্পী কে ? ➫ আব্দুল জব্বার ।

৯৪ ) স্ত্রী রুইমাছ ডিমপাড়ে কখন ? ➫ জুন - আগষ্ট মাসে ।

৯৫ ) রান্নার সিলিন্ডারে কোনটি ব্যবহৃত হয় ? ➫ বিউটেন ও প্রোপেন ।

৯৬ ) কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি ? ➫ বেগুনি ।

৯৭ ) নিচের কোন হরমোনটি পাকস্থলির হাইড্রোক্লোরিক এসিঙ নিঃসরণ নিয়ন্ত্রণ করে ? ➫ গ্যাস্টিন

৯৮ ) মৃদু এসিড ও সবল ক্ষারের টাইট্রেশনে ব্যবহৃত নির্দেশক কোনটি ? ➫ ফেনলফথ্যালিন ।

৯৯ ) নিচের কোনটির কার্যনীতি আবেশক্রিয়ার উপর প্রতিষ্ঠিত ? ➫ ট্রান্সফরমার ।

১০০ ) নিচের কোনটির তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে ? ➫ লোহিত রক্তকণিকা ।

Adnan Mahfuj

‘‘ যারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করার উপযুক্ত তারা হেলা না করে প্রস্তুতি শুরু করে দাও । নিয়মিত ও গোছানো পড়াশোনার মাধ্যমেই মেডিকেল ভর্তি পরীক্ষায় সফলতা সম্ভব । মনে রাখবে এটা তোমার এই যাবৎ কালের স্বপ্ন ও ভবিষ্যতের আত্মপরিচয় তৈরি করার সময় । তাই সময়ের প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে । শুভকামনা সবার জন্য । ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *