বাংলা সাহিত্যের প্রাচীন যুগ

বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

১ ) বাংলা সাহিত্যরে প্রাচীন যুগ কোনটি ? ➫ ৬৫০ - ১২০০ খ্রি. পর্যন্ত ।

২ ) বাংলা সাহিত্যের আদিগ্রন্থ কোনটি ? ➫ চর্যাপদ ।

৩ ) চর্যাপদ কোথায় থেকে আবিষ্কার করা হয় ? ➫ নেপালের রাজগ্রন্থশালা থেকে ।

৪ ) চর্যাপদের আবিষ্কারক কে ? ➫ হরপ্রসাদ শাস্ত্রী ।

৫ ) চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে ? ➫ ১৯০৭ সালে ।

৬ ) চর্যাপদের রচনাকাল কত ? ➫ ৭৫০ - ১২০০ খ্রি.

৭ ) চর্যাপদের সাথে আর কোন বইগুলো আবিষ্কার করা হয় ? ➫ দোহাকোষ ও ডাকার্ণব ।

৮ ) বঙ্গীয় সাহিত্য পরিষদ কতৃক প্রকাশিত চর্যাপদের সম্পাদনা করেন কে ? ➫শ্রী হরপ্রসাদ শাস্ত্রী ।

৯ ) কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা করা হয় ? ➫ পাল ।

১০ ) ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কোনটি ? ➫ বঙ্গকামরূপী ।

১১ ) চর্যাপদ কোন ভাষায় রচিত ? ➫ সান্ধভাষা / আলো অধারি ভাষা ।

১২ ) চর্যাপদের সবচেয়ে বেশি পদ পদ রচনা করেন কে ? ➫ কাহুপা ।

১৩ ) চর্যাপদের মোট কবি কতজন ? ➫ ২৪ জন ।

১৪ ) বাংলা সাহিত্যের আদিকবি কে ? ➫ লুইপা ।

১৫ ) চর্যাপদের কোন কবি নিজেকে বাঙ্গালি বলে পরিচয় দিয়েছেন ? ➫ ভুসুকুপা ।

১৬ ) চর্যাপদের রচয়িতারা কোন ধর্মাবলম্বী ছিলেন ? ➫ বৌদ্ধ ধর্ম ।

১৭ ) চর্যাপদের কোন পদটি খন্ডিত আকারে পাওয়া গেছে ? ➫ ২৩ নং ।

১৮ ) চর্যাপদের তিব্বতীয় অনুবাদক কে ? ➫ প্রবোধচন্দ্র বাগচী ।

১৯ ) চর্যাপদের মোট কতটি পদ রয়েছে ? ➫ ৫১ টি ( সুকুমার সেনের মতে ) , ৫০ টি ( ড.মুহাম্ম শহীদুল্লাহর মতে ) ।

২০ ) চর্যাপদের কোন পদটি টীকাকার কতৃক ব্যাখ্যা করা হয় নি ? ➫ ১১ নং পদ ।

২১ ) চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় ? ➫ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ।

২২ ) চর্যাপদের কতটি প্রবাদ আছে ? ➫ ৬ টি ।

২৩ ) চর্যাপদের টীকাকার কে ? ➫ মুনিদত্ত ।

২৪ ) চর্যাপদের মহিলা কবি কে ছিলেন ? ➫ কুক্করী পা ।

২৫ ) চর্যাপদের কোন পদগুলো পাওয়া যায়নি ? ➫ ২৪ , ২৫ ও ৪৮ নং পদ ।

২৬ ) কোন কবি গিয়াস উদ্দীন আযম সাহের রাজকর্মচারী ছিলেন ? ➫ শাহ মুহাম্মদ সগীর ।

২৭ ) ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল কোন সুলতানের ? ➫ গিয়াস উদ্দীন আযম শাহের ।

Adnan Mahfuj

‘‘ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে বার বার আসা প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে একসাথে দেওয়া আছে । এই প্রশ্নগুলো আয়ত্বে আনতে পারলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে যেকোন প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ । শেয়ার করে টাইমলাইনে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *