হুমায়ুন আহমেদ

হুমায়ুন আহমেদের জীবনী ও গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

জন্ম : ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর নেত্রকোনার মোহনগন্জের কুতুবপুর গ্রামে ।

বাংলাদেশের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ বাংলাদেশের আধুনিক উপন্যাসিকদের মধ্যে সর্বাধিক খ্যাতিসম্পন্ন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাদের অধ্যাপক ছিলেন । তিনি বাংলা সাহিত্যের কথা সাহিত্যিক নামে অধিক পরিচিত । ১৯ জুলাই ২০১১২ সালে নিউইয়র্কের বেলভ্যু হাসপাতালে মৃত্যুবরণ করেন ।



গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী -


০১ ) হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস কোনটি ? ➫ নন্দিত নরকে ।

০২ ) ‘ দেয়াল ’ হুমায়ুন আহমেদের কোন ধরনের রচনা ? ➫ শেখ মুজিবকে নিয়ে রাজনৈতিক উপন্যাস ।

০৩ ) ‘ ঘেটুপুত্র কমলা ’ চলচ্ছিত্রের পরিচালক কে ? ➫ মোরশেদুল আলম ।

০৪ ) ‘ দেয়াল ’ রচনাটি কার ? ➫ হুমায়ুন আহমেদ ।

০৫ ) ‘ জোছনা ও জননীর গল্প ’ কার লেখা ? ➫ হুমায়ুন আহমেদ ।

০৬ ) ‘ নন্দিত নরকে ’ উপন্যাসটি কার লেখা ? ➫ হুমায়ুন আহমেদ ।

০৭ ) ‘ আগুনের পরশমণি ’ চলচ্ছিত্রটি কার লেখা কাহিনী অবলম্বনে নির্মিত ? ➫ হুমায়ুন আহমেদ ।

০৮ ) ‘ এইসব দিন রাত্রি ’ নাটকের রচয়িতা কে ? ➫ হুমায়ুন আহমেদ ।

০৯ ) ‘ আজ রবিবার ’ নাটকটি কার লেখা ? ➫ হুমায়ুন আহমেদ ।

১০ ) ‘ আয়োময় ’ নাটকটি কার লেখা ? ➫ হুমায়ুন আহমেদ ।

১১ ) ‘ বাকের ভাই ’ চরিত্রের স্রষ্টা কে ? ➫ হুমায়ুন আহমেদ ।

১২ ) ‘ শঙ্খনীল কারাগার ’ উপন্যাসটি কার লেখা ? ➫ হুমায়ুন আহমেদ ।

১৩ ) দিঘির জলে কার ছায়া গো - হুমমায়ুন আহমেদের একটি - ➫ উপন্যাস ।

১৪ ) ‘ আগুনের পরশমণি ’ কোন বিষয়ক উপন্যাস ? ➫ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ।

১৫ ) ‘ এইসব দিন রাত্রি ’ হুমায়ুন আহমেদের একটি - ➫ নাটক ।

Adnan Mahfuj

‘‘ বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদ থেকে বার বার আসা প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে একসাথে দেওয়া আছে । এই প্রশ্নগুলো আয়ত্বে আনতে পারলে বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদ থেকে যেকোন প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ । শেয়ার করে টাইমলাইনে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *